মনেরও থাকে মন - ইসতিয়াক আহম্মেদ আবিদ

 

মনেরও থাকে মন
-ইসতিয়াক আহম্মেদ আবিদ

হৃদয় সাগরে বয়ে চলে 
না জানি কতকিছু,
দুখরা এসে বলে দেয়
ছাড়বোনা কভু পিছু।

সেই দুখ আর নয়তো কিছু
রবকে ভুলার যাতনা,
ভুলে ভুলে আমি করেছি নিজেই
নিজের সাথে ছলনা।

ভুল পথে যবে বাড়িয়েছি পা
হারিয়েছি আমি পথ,
মনের কুঠোরে ঠাই পেয়েছে 
কিছু অজানা মতামত।

সেই মত প্রকাশে আমি
আটকে গেছি চোরাবালিতে,
মনে পড়ে যায় ভুলের কথা
করেছি যা অতীতে।

এই বেড়াজাল থেকে বেড়াতে আমার
চেষ্টার নেই কমতি,
তবুও হৃদয়ে দেয়না দেখা
হেদায়ার স্থপতি।

সেই ব্যথায় হৃদয় আমার
সাইমুমে বিক্ষত,
সেই ক্ষত সারাতে আবার
দোয়া করি আমি শত।

দোয়াতে আমি অশ্রু ফেলে
কেদেঁ যাই আমরণ,
মাঝে মাঝে মন ভেবেই নেয়
মনেরও থাকে মন।

মনের ভেতর মনের কথন
আমি ভালো নেই রব,
তোমাকে ভুলে রব আমার
আমি হারিয়েছি সব।

২১.১২.২৪


(সহকারী পরিচালক, আলোককণিকা)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url