যেখানে থামে না মন - আফরা ফারজানা সাদিয়া
যেখানে থামে না মন
আফরা ফারজানা সাদিয়া
এই পৃথিবীটা যেন এক রহস্যময় আঙিনা,
একটা স্বপ্ন পূরণ হতেই—
আরেকটা নতুন স্বপ্ন দরজায় কড়া নাড়ে।
মন বলে,
“এইটুকু পেলেই সব, আর কিছু চাই না…”
কিন্তু সত্যিই কি মন কখনো থামে?
এ এক অপূর্ণতার পূর্ণ গল্প—
একটা নিয়ামত এলে,
তারপরই জন্ম নেয় আরেক চাওয়ার আকুতি।
মনে হয়, “এটুকু না পেলে, সবই বৃথা!”
সেজদার আলোয়ও তখন
অভিমান জমে ওঠে নিরবে...
জেনে রেখো—
সব নিয়ামতই একরকম পরীক্ষা,
এক ধৈর্যের আহ্বান।
যে নিজেকে শৃঙ্খলে বেঁধে,
সকল আকাঙ্ক্ষার ভেতরেও
সন্তুষ্টির চাদর মুড়ে রাখতে পারে—
সেই-ই হয় সত্যিকারের সফল।
কারণ এই জীবন,
এই পৃথিবী,
এই পথ চলা—
এক এমন যাত্রা,
যেখানে থামে না মন।
[✍️ ১৪ই মে ২০২৫]


